Headlines

৯০০ গোলের মাইলফলক ছুঁয়ে রোনালদোর উদযাপন ম্লান, আল নাসরের ড্রয়ে ভাগ্য সহায়

আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে ইতিহাস গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তবে জাতীয় দলের সাফল্যের পর ক্লাবে ফিরে উদযাপনের সুযোগ খুব একটা ভালোভাবে হয়নি।

ম্যাচের শুরুতে আল নাসর তাকে সম্মান জানিয়ে একটি বিশেষ জার্সি উপহার দেয়, যার পেছনে লেখা ছিল ‘৯০০’ এবং উপরে ছিল ‘GOAT’ (গ্রেটেস্ট অব অল টাইম)। রোনালদো জার্সি হাতে নিয়ে ফটোশুট করেন। তবে মাঠের খেলা শুরুর পর সেই খুশি দীর্ঘস্থায়ী হয়নি।

গত রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসর ১-১ গোলে ড্র করে আল আহলির বিপক্ষে। প্রথমার্ধে কোনো গোল না হলেও, দ্বিতীয়ার্ধে আল আহলিকে এগিয়ে নেন সাবেক বার্সা তারকা ফ্রাঙ্ক কেসিয়ে। আল নাসর সমতায় ফেরার জন্য লড়াই চালাতে থাকে এবং শেষমেশ যোগ করা সময়ে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ম্যাচটি ড্র করে রোনালদোর দল।

আগামী ২১ সেপ্টেম্বর আল নাসরের পরবর্তী প্রতিপক্ষ হবে আল ইত্তিফাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *