বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য একটি রোডম্যাপ প্রকাশের আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৩ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে অনুষ্ঠিত বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় তিনি এই আহ্বান জানান।
সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ও কাজ সম্পর্কে কোনো বিভ্রান্তি থাকা উচিত নয়। এই সরকারের ব্যর্থতার কোনো সুযোগ নেই এবং তাদেরকে বিতর্কিত করার চেষ্টা বন্ধ হওয়া উচিত।
তিনি আরও বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর জরুরি কাজগুলো দ্রুত এগিয়ে নিতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। বিভ্রান্তি এড়াতে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের কাজের একটি রোডম্যাপ প্রকাশের আহ্বান জানান তিনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক আরও বলেন, অভূতপূর্ব ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন, সাম্যভিত্তিক গণতান্ত্রিক ও মানবিক সমাজ গঠনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, যা কোনো হঠকারিতা বা রোমান্টিকতা দিয়ে নষ্ট করা যাবে না।
প্রতিনিধি সভার বিশেষ অতিথি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোশরেকা অদিতি হক, রংপুরে আত্মদানের মাধ্যমে আবু সাঈদ যে ভয়কে পরাজিত করেছেন এবং ছাত্র তরুণদের মধ্যে অসীম সাহসের জন্ম দিয়েছেন, সেই বিষয়টি তুলে ধরেন। তিনি বিপ্লবী যুব সংহতির নেতাকর্মীদের বৈষম্যহীন মানবিক সমাজ গঠনের আহ্বান জানান।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, বিপ্লবী যুব সংহতি বন্যাপীড়িত মানুষের রক্ষায় তাদের উদ্যোগ আরও জোরদার করবে। সভার শুরুতে ছাত্রজনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
এই প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক বাবর চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্যসচিব মীর রেজাউল আলম। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী।