Headlines

বিসিবিতে গামিনি ডি সিলভার বিতর্কিত ফেরা: চুক্তি বাতিলের বিষয়ে সিদ্ধান্তের অপেক্ষা

গত কয়েক বছর ধরে শ্রীলঙ্কা থেকে উড়িয়ে আনা কিউরেটর গামিনি ডি সিলভার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। বিশেষ করে তার স্বেচ্ছাচারিতার কারণে দেশি-বিদেশি কোনো কিউরেটরই সঠিকভাবে কাজ করতে পারেননি। হঠাৎ করেই তিনি নিজের দেশ শ্রীলঙ্কায় ফিরে গিয়েছিলেন, যা থেকে ধারণা করা হচ্ছিল যে, তিনি আর ফিরবেন না। তবে তিন সপ্তাহ পর ছুটি কাটিয়ে আজ মিরপুরে কর্মস্থলে ফিরেছেন গামিনি।

বিসিবির সূত্রে জানা যায়, তার ছুটি শুরু হওয়ার কথা ছিল ২০ আগস্ট থেকে, তবে তিনি ১০ দিন আগেই ছুটি নিয়ে শ্রীলঙ্কায় চলে যান। নাকের সমস্যার কারণে তিনি আগে ভাগেই দেশে ফিরে চিকিৎসা নিয়েছেন এবং আজ (মঙ্গলবার) আবার কাজে যোগ দিয়েছেন।

নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ গামিনির ব্যাপারে কঠোর অবস্থানে থাকার ইঙ্গিত দিয়েছিলেন। দায়িত্ব নেওয়ার দিন তিনি জানিয়েছিলেন, গামিনিকে ছাঁটাই করার পরিকল্পনা রয়েছে এবং তার সঙ্গে থাকা চুক্তির বিষয়গুলো খতিয়ে দেখা হবে।

২০০৮ সালে বিসিবির এক পরিচালকের বিশেষ অনুগ্রহে গামিনি নিয়োগ পান এবং ২০০৯ সালে কিউরেটর পদে স্থায়ী হন। শুরুতে দুই বছরের চুক্তি হলেও, পরবর্তীতে দফায় দফায় তা বাড়ানো হয়েছে। তবে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে পিচের মান উন্নত করতে ব্যর্থ হওয়ায় তিনি বহুবার সমালোচিত হয়েছেন। তার বর্তমান চুক্তি ২০২৫ সাল পর্যন্ত রয়েছে। এখন দেখার বিষয়, নতুন সভাপতি গামিনির সঙ্গে চুক্তি বাতিল করেন কিনা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *