ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েদুর রহমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মঙ্গলবার চার বছরের জন্য তাকে এই পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে অধ্যাপক সায়েদুর রহমান উপাচার্য হিসেবে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতা পাবেন এবং নিয়মিত চাকরির বয়স পূর্ণ হলে মূল পদ থেকে অবসরগ্রহণের পর উপাচার্য পদে তার মেয়াদ শেষ করবেন। তবে, বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও উল্লেখ করা হয়েছে।
শেখ হাসিনার সরকারের পতনের পর ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে পরিবর্তন আনা হয়। বঙ্গবন্ধু মেডিকেলের পূর্ববর্তী উপাচার্য অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হককে পদত্যাগ করতে হয়। গত ১৮ আগস্ট অধ্যাপক দীন মোহাম্মদসহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ ছয় কর্মকর্তা পদত্যাগ করেন।
নতুন উপাচার্য অধ্যাপক ডা. সায়েদুর রহমান পূর্বে বঙ্গবন্ধু মেডিকেলের ইনফরমেশন টেকনোলজি বিভাগের পরিচালক ও রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে শিক্ষকতা করেছেন। তিনি ১৯৭৮ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।