মূলত তাদের কারণেই দুই পরিবারে অশান্তির শেষ নেই।
একদিন অবস্থা এতটাই ঘোলাটে হয়ে ওঠে যে, বাড়ির উঠান বরাবর রেখা টেনে আলাদা করে দেওয়া হয়। ঐ রেখা কেউ পার হলেই শুরু হয় তুমুল ঝগড়াঝাটি। এ নিয়ে আবার নানা রকম হাস্যরসের জন্ম দেয়।
এমনই কাহিনী নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ঝগড়াবাড়ি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ রানা অনিক। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত ও অহনা রহমান।
নির্মাতা জানান, নাটকটি দর্শকদের ভালো লাগবে এতে কোনো সন্দেহ নেই। বৈশাখী টেলিভিশনে বৃহস্পতিবারের (১০ অক্টোবর) বিশেষ নাটক হিসেবে ‘ঝগড়াবাড়ি’ প্রচার হবে রাত ১০টায়।
দুই পরিবারের গল্প নিয়ে নির্মিত এ নাটক আরও অভিনয় করেছেন নিলা ইসলাম, আবদুল্লাহ রানা, শফিক খান দিলু প্রমুখ।