বলিউড অভিনেতা আমির খান সম্প্রতি রিয়া চক্রবর্তীর পডকাস্টে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে আলোচনা করেছেন। আমির, যিনি ‘পারফেকশনিস্ট’ হিসেবে পরিচিত, তার ব্যক্তিগত জীবনও প্রায়ই গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।
১৯৮৬ সালে আমির খান রিনা দত্তকে বিয়ে করেছিলেন, যাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে ২০০২ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর ২০১১ সালে আমির কিরণ রাওকে বিয়ে করেন এবং তাদের একটি ছেলে হয়। কিন্তু ২০২১ সালে কিরণের সঙ্গেও তার বিচ্ছেদ ঘটে।
এই পরিস্থিতিতে, রিয়া চক্রবর্তী আমিরকে প্রশ্ন করেন, নতুন কোনো সম্পর্ক বা বিয়ের পরিকল্পনা রয়েছে কি না। আমির জানান, তার বয়স এখন ৫৯ বছর এবং তিনি মনে করেন নতুন করে বিয়ের বিষয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। বর্তমানে তিনি তার পরিবার এবং কাছের মানুষের সাথে সময় কাটাচ্ছেন এবং নিজের উন্নতির জন্য চেষ্টা করছেন।
আমির বর্তমানে তার আসন্ন ছবি ‘সিতারে জমিন পর’ নিয়ে ব্যস্ত, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জেনেলিয়া ডিসুজা।