পাবনার বেড়া উপজেলায় নিখোঁজ হওয়া এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নতুন ভারঙ্গা ইউনিয়নের একটি ডোবা থেকে লাশটি পাওয়া যায়। বেড়া থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
নিহত গৃহবধূ লাকী খাতুন (৩৬) নতুন ভারঙ্গা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি সিদ্দিকুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে লাকী খাতুন বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাকে আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও পাননি। এরপর তারা বেড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
লাকীর স্বামী রবিউল ইসলাম দাবি করেন, পাশের এলাকার রফিক নামে এক ব্যক্তির সঙ্গে লাকীর সম্পর্ক ছিল, যা এই হত্যাকাণ্ডের কারণ হতে পারে।
এ বিষয়ে ওসি সিদ্দিকুর রহমান বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে জানা যাবে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।