Headlines

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু নয়, নতুন ভর্তি ১৯৬ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে সারাদেশে ১৯৬ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৪১ জনে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৩৩ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরের এলাকায় ৩৭ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫৩ জন, দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫০ জন, খুলনা বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে সাতজন এবং রংপুর বিভাগে দুইজন রয়েছেন।

এই সময়ে ২৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, এ নিয়ে চলতি বছরে মোট ১৬ হাজার ১৯৩ জন ছাড়পত্র পেয়েছেন।

২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর মধ্যে ৬১.৯ শতাংশ পুরুষ এবং ৩৮.১ শতাংশ মহিলা। এ বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১০৩ জন মারা গেছেন।

২০২৩ সালে ডেঙ্গুতে মোট ১,৭০৫ জনের মৃত্যু এবং তিন লাখ ২১ হাজার ১৭৯ জনের হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *