আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্তিনেস। তার অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপ ফাইনালে শিরোপা জয় নিশ্চিত করেছিল আর্জেন্টিনা।
তবে পেনাল্টি চলাকালীন এবং ম্যাচ-পরবর্তী সময়ে অশালীন অঙ্গভঙ্গির জন্য তিনি সমালোচিত হয়েছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এসব কারণে অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক বারবার খবরের শিরোনামে আসছেন। এবার মার্তিনেস শিরোনামে এসেছেন এক টিভি ক্যামেরাম্যানকে চড় মারার অভিযোগে। অভিযোগ অনুযায়ী, কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ২-১ ব্যবধানে হারের পর তিনি এই ঘটনা ঘটিয়েছেন। জনি জ্যাকসন নামের ওই ক্যামেরাম্যান অভিযোগ করেছেন, ম্যাচ শেষে বাঁশি বাজার পর মার্তিনেস তার দিকে এগিয়ে এসে তাকে চড় মারেন।
ক্যামেরাম্যান জনি জ্যাকসন বলেন, “আচমকা তিনি (মার্তিনেস) আমাকে চড় মারেন। এতে আমার খুবই রাগ হচ্ছিল। আমি শুধু আমার কাজ করছিলাম, যেমন তিনি খেলছিলেন আর আমি ক্যামেরায় ভিডিও করছিলাম।”
তবে এমন ঘটনার পরও মার্তিনেসকে বিনয়ের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জ্যাকসন। তিনি বলেন, “দিবু (মার্তিনেস), আমার ভাই, কেমন আছো? আমি জনি জ্যাকসন, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের দিন যে ক্যামেরাম্যানকে তুমি আক্রমণ করেছিলে। আমি বলতে চাই, সবকিছু ঠিক আছে, আমার ভাই। জীবনে সবাই এক বা একাধিক ম্যাচ হারতে পারে। এই হার তোমার জন্য অবশ্যই অনেক কিছু বোঝায়। তবে, এগিয়ে যাও, দিবু।”
এদিকে, ক্যামেরাম্যানকে চড় মারার অভিযোগে মার্তিনেসকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে কলম্বিয়ার ক্রীড়া সাংবাদিকদের অ্যাসোসিয়েশন (এসিওআরডি)। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, “দেশের সাংবাদিকদের পক্ষ থেকে এসিওআরডি চায়, ফিফা যেন এমিলিয়ানো দিবু মার্তিনেসকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, কারণ তিনি নতুন প্রজন্মের জন্য কোনো আদর্শ নন।”
তবে এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত মার্তিনেস, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন, অথবা কনমেবল কোনো মন্তব্য করেনি।