Headlines

নড়াইলের লোহাগড়ায় বিএনপির সংঘর্ষে আপন দুই ভাই নিহত, আহত ৫

নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরমল্লিকপুর গ্রামে এই সংঘর্ষ ঘটে।

নিহতরা হলেন চরমল্লিকপুর গ্রামের মৃত সামাদ শেখের দুই ছেলে জিয়াউর শেখ (৪০) ও মিরান শেখ (৩০)।

পুলিশ জানায়, নড়াইল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ ও লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি মাহামুদ খানের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে ফেরদৌস পক্ষের মিরান ও জিয়াউর মাঠে যাচ্ছিলেন। পথে আইয়ুবের দোকানের সামনে পৌঁছালে মাহামুদ খানের পক্ষের লোকজন তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়, যার ফলে তারা গুরুতর আহত হন। হামলার প্রতিবাদ করতে গিয়ে ফেরদৌসের পক্ষের অন্তত পাঁচজনও আহত হন। আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মিরান ও জিয়াউরকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ইরান শেখ নামে এক যুবকের পা কাটা গেছে; ইরান নিহত মিরান ও জিয়াউরের আপন ভাই।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন শান্ত। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *