শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নিয়মিত ভাইস-চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে অধ্যাপক ড. বদিউজ্জামান ফারুক দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এদিন বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিনদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে সবার সর্বসম্মতক্রমে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের জন্য মনোনীত করা হয়। তিনি অন্তর্বর্তীকালীন সময়ে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।
ক্লাস কার্যক্রম ও আবাসিক হল খোলার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. ফারুক বলেন, “আমরা শিগগিরই সকল ডিন এবং বিভাগীয় প্রধানদের নিয়ে একটি মিটিং ডেকেছি। তাদের মতামতের ভিত্তিতে ক্লাস কার্যক্রম এবং হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই দায়িত্ব পালনে ডিনরা আমাদের সহযোগিতা করবেন। আশা করি, দ্রুতই আমরা ক্লাস কার্যক্রম শুরু করতে পারব এবং এজন্য সবার সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২৯ আগস্টের স্মারক নম্বর-৩৭.০০.০০০০.০৭৯.৯৯.০০৭.১৭-২৫৫ এর পরিপ্রেক্ষিতে, বিশ্ববিদ্যালয়ের ডিনদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুককে এ দায়িত্ব দেওয়া হয়।