সুদানের পূর্বাঞ্চলীয় লোহিত সাগর রাজ্যে পানির চাপে আরবাত বাঁধ ধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে বহু মানুষ, জানিয়েছে জাতিসংঘ।
রোববারের প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় পোর্ট সুদান থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত বাঁধটি ভেঙে যায়, এতে প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়। পোর্ট সুদান এখন দেশটির কার্যক্রমের কেন্দ্র, যেখানে সরকার, কূটনীতিক, সাহায্য সংস্থা এবং হাজারো বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে।
লোহিত সাগর রাজ্যের পানি সম্পদ কর্তৃপক্ষের প্রধান ওমর ঈসা হারুন জানান, এলাকাটি প্রায় অচেনা হয়ে গেছে, বৈদ্যুতিক খুঁটি ও পানির পাইপগুলো ধ্বংস হয়েছে।
দুর্যোগ মোকাবিলা বাহিনীর এক কর্মকর্তা জানান, ১৫০ থেকে ২০০ জন নিখোঁজ রয়েছেন। বাঁধ ভেঙে সোনার খনির শ্রমিকদের মৃতদেহ ও তাদের যন্ত্রপাতি পানিতে ভেসে গেছে।
বাঁধটি পোর্ট সুদানের প্রধান পানির উৎস ছিল। সুদানের পরিবেশবাদী সমিতি জানিয়েছে, পোর্ট সুদানে সুপেয় পানির সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। জাতিসংঘ জানিয়েছে, বন্যায় প্রায় ৫০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
সুদানের সেনাবাহিনী ও র্যাপিড ফোর্সেসের মধ্যে চলমান সংঘাতের কারণে দেশের অবকাঠামো মারাত্মকভাবে অবহেলিত হচ্ছে।