Headlines

সিলেট সীমান্তে পড়ে থাকা লাশ হস্তান্তর

সিলেটের কোম্পানীগঞ্জ সংলগ্ন ভারত সীমান্তের ভেতরে পড়ে থাকা এক বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে বিজিবির মাধ্যমে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন সিলেট বিজিবি-৪৮ ব্যটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

নিহত আশরাফ উদ্দিন (৬০) কোম্পানীগঞ্জের ইসলামপুর পূর্ব ইউনিয়নের দয়ারবাজার ভাটরাই গ্রামের বাসিন্দা।

লেফট্যানেন্ট কর্নেল হাফিজুর বলেন, “মঙ্গলবার বিজিবি-৪৮ এর পাথরকোয়ারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত থেকে ১২০ গজ ভারতের অভ্যন্তরে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে আছে বলে গোয়েন্দা সূত্রে বিজিবি অবগত হয়।

“বিষয়টি বিএসএফ ব্যাটালিয়ন তারিয়াঘাট ক্যাম্পকে অবগত করা হলে তারা লাশের কয়েকটি ছবি প্রেরণ করে। পরে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি হস্তান্তর করা হয়।”

হাফিজুর রহমান আরও বলেন, “বিএসএফ এবং ভারতীয় পুলিশের প্রাথমিক তথ্যমতে নিহত ব্যক্তি লাকড়ি সংগ্রহ করতে গিয়ে থেকে উঁচু পাহাড়ের ওপর থেকে নিচে পতিত হয়ে মৃত্যুবরণ করেছেন।’’

বাংলাদেশ পুলিশ লাশ গ্রহণের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। ময়নাতদন্ত করার পর তার মৃত্যুর কারণ বিস্তারিত জানা যাবে, বলেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ বলেন, “ভারত সীমান্তের অভ্যন্তরে পড়ে থাকা মরদেহটি বিজিবি ও বিএসএফের বৈঠকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তা ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *