এই সময়ের অভিনেতা শোয়েব আক্তার শান্ত তার অভিনীত নাটক ‘ময়না’ মুক্তির পর দর্শকদের নজর আকর্ষণ করেছেন। নাটকটি ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে এবং একদিনের মধ্যে এক মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে। তরুণ নির্মাতা মামুন আর রশীদ পরিচালিত এই নাটকটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। শান্তর অভিনয় নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে এবং নাটকে তার সঙ্গে জুটি বেঁধেছেন আরোহী মীম।
এ প্রসঙ্গে শান্ত বলেন, “আমরা দর্শকদের জন্যই কাজ করি। তাদের প্রশংসা আমাদের বড় প্রাপ্তি। আমি মন দিয়ে কাজ করেছি এবং দর্শকরা নাটকটি দেখেছে, এজন্য আমি খুশী। ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দিতে চাই।”
‘ময়না’ নাটকে শান্ত-মীম ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শম্পা নিজাম, আনোয়ার শাহসহ আরও অনেক প্রখ্যাত শিল্পী। বর্তমানে শান্ত ওয়েব সিরিজ ‘গভীর জলের মাছ’-এ কাজ করছেন।