শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা দ্রুত ক্লাস ও পরীক্ষা চালু করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় গণিত বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, “বিভিন্ন আন্দোলন, কোভিড পরিস্থিতি, দুর্যোগসহ নানা কারণে আমরা সেশনজটের শিকার হয়েছি। আমরা দ্রুত ক্লাস ও পরীক্ষা শুরু করে স্বাভাবিক শিক্ষার পরিবেশে ফিরে যাওয়ার সুযোগ চাই। এছাড়া আগামী রবিবারের মধ্যে উপাচার্য নিয়োগের দাবিও জানাচ্ছি।”
অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শাবির শিক্ষার্থী আবদুল্লাহ আল তায়েব, দেলোয়ার হোসন শিশির, কিরন হাওলাদার, মুরাদ হোসাইন, এবং রাদিয়া পারভীন পিংকি। তারা দ্রুত ছেলেদের হল খুলে দেওয়ার দাবিও জানান।