মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটর গামিনি ডি সিলভা নানা সময়ে আলোচনায় আসেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নেতিবাচক কারণে। মিরপুরের বাজে উইকেটের জন্য তাকে দায়ী করা হয়। সম্প্রতি, মাঠকর্মীরা তার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন, যা বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের হস্তক্ষেপে সামাল দেওয়া হয়েছে। কিছুদিন ছুটি শেষে গামিনি আবারও কাজে ফিরেছেন। বিসিবি তাকে চাকরিতে রাখবে কিনা, এ নিয়ে প্রশ্ন উঠেছে।
বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেন, “গামিনির বিষয়ে আলোচনা চলছে। তার কাজের মান নিয়ে আমাদেরও প্রশ্ন আছে। তবে হোম সিরিজের ক্ষেত্রে, উইকেটের ধরন নিয়ে বেশ কিছু বিষয় থাকে। কিছু ক্ষেত্রে স্লো বা বাউন্সি উইকেট চাওয়া হতে পারে, যা সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “গামিনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। আমাদের অন্যান্য মাঠও আছে, সেখানে গামিনি কাজ করতে পারেন। তার বর্তমান চুক্তি ২০২৫ সালের জুন পর্যন্ত রয়েছে। নতুন কিউরেটর তৈরির বিষয়েও আমরা ভাবছি।”
ফারুক আহমেদ জানান, “গামিনির উইকেট বানানোর সক্ষমতা নিয়ে কিছু সমস্যা থাকলেও তার বরখাস্ত করা সহজ নয়। অতীতে আমাদের অন্যান্য কিউরেটরদেরও নানা সমস্যা ছিল। আমরা বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্সের ছাত্রদের নিয়োগের বিষয়েও ভাবনা করছি, যারা দ্রুত উন্নতি করতে পারে।”