Headlines

নজরুলের ঐতিহাসিক বিপ্লবী গান “দুর্গম গিরি” নতুন আবহে আসছে, কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, অনিমেষ রায় ও সৈয়দ সুজন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঐতিহাসিক বিপ্লবী গান “দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার হে” নতুন আবহে ফিরে আসছে। ২৭ আগস্ট কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৬ আগস্ট বিকাল ৫টায় আরটিভি মিউজিকের ব্যানারে গানটি প্রকাশিত হবে। এতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, অনিমেষ রায়, এবং সৈয়দ সুজন। গানটির আদি সুর দিয়েছেন নিতাই ঘটক, আর নতুন সংগীতায়োজন করেছেন সৈয়দ সুজন।

 

গানটির ভিডিও নির্মাণ করেছেন নুর হোসেন হীরা, যা সম্প্রতি আরটিভির তেজগাঁও স্টুডিওতে শুটিং করা হয়েছে। শুটিংয়ে অংশ নেন তিনজন শিল্পী।

 

গানটির প্রেক্ষাপট সম্পর্কে নুর হোসেন হীরা জানান, জুলাইয়ের মাঝামাঝি থেকে ছাত্র-জনতার ত্যাগ ও বিদ্রোহ দেখে এবং দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে মানুষের দুর্দশা ও সাহসিকতা তাকে এই গানটি নতুন করে নির্মাণের অনুপ্রেরণা জুগিয়েছে। পান্থ কানাইসহ সবাই অসাধারণ পারফর্ম করেছেন। আশা করা যাচ্ছে, শ্রোতারা গানটি উপভোগ করবেন।

 

গানটি সোমবার আরটিভি চ্যানেলের পাশাপাশি তাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলেও উন্মুক্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *