Headlines

‘দ্য গোট’ সিনেমায় থালাপাতি বিজয়ের পারিশ্রমিক ১৭৫ কোটি রুপি, মুক্তি পাচ্ছে ৫ সেপ্টেম্বর

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয় অভিনীত নতুন সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ (দ্য গোট) মুক্তি পেতে যাচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর।

ভেঙ্কট প্রভুর পরিচালনায় আলোচিত এই সিনেমাটি তামিল ভাষায় নির্মিত হয়েছে, যেখানে বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন স্নেহা। মুক্তির আগে থেকেই ‘দ্য গোট’ নিয়ে ব্যাপক আলোচনা চলছে, আর সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বিজয়। শোনা যাচ্ছে, এতে অভিনয়ের জন্য তিনি বিশাল অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন। তবে কত টাকার পারিশ্রমিক পেয়েছেন বিজয়?

সিয়াসাত ডটকমের প্রতিবেদনে জানা গেছে, ‘দ্য গোট’ সিনেমার জন্য থালাপাতি বিজয় ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় ২৪৯ কোটি ৫৯ লাখ টাকারও বেশি।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন প্রভু দেবা, মোহন, জয়রাম, যোগী বাবু, মীনাক্ষী চৌধুরী, লায়লা প্রমুখ। ৩০০-৪০০ কোটি রুপি বাজেটের এ সিনেমাটি প্রযোজনা করছেন কালাপাথি এস. আঘোরাম, কালাপাথি এস. গণেষ এবং কালাপাথি এস. সুরেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *