Headlines

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশ: ১ সেপ্টেম্বরের মধ্যে সকল শিক্ষক-কর্মচারীকে কর্মস্থলে উপস্থিত থাকার আদেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, ও কর্মচারীদের ১ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সব কলেজ ও প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, ও কর্মচারীদের ১ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানিয়েছেন, যারা নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হবেন না, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *