Headlines

“জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে আ.লীগের আহ্বান: ‘ধর্ম যার যার, উৎসব সবার'”

 

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব জন্মাষ্টমী উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার (২৫ আগস্ট) রাতে এক বিবৃতিতে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এই শুভেচ্ছা জানান।

 

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বাহাউদ্দিন নাছিম বলেন, সনাতন ধর্মানুসারে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারীদের বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ তার জীবনাচরণ ও কর্ম দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। সমাজ থেকে অন্যায়-অত্যাচার, নিপীড়ন ও বিদ্বেষ দূর করে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল তার মূল দর্শন। আমাদের মহান সংবিধানেও ন্যায় ও সাম্যের কথা বলা হয়েছে, যা বাংলাদেশ আওয়ামী লীগও বিশ্বাস করে।

 

তিনি আরও বলেন, হাজার বছর ধরে এ দেশের মানুষ ধর্ম-বর্ণ-জাতি-গোত্র নির্বিশেষে সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে সহাবস্থান করে আসছে। তবে কিছু সময় হায়েনার কবলে পড়ে ধর্মীয় বিদ্বেষ ও হানাহানি শুরু হয়। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হিন্দুদের ওপর যে অকথ্য নির্যাতন চলেছে—খুন, ধর্ষণ, লুটতরাজ—কোনো অপরাধই তাদের বিরুদ্ধে সংগঠিত হতে বাদ যায়নি। সেই সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ভুলুণ্ঠিত হয়েছিল, মৌলবাদ ও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছিল।

 

নাছিম বলেন, সেই দুর্বিষহ দিনগুলো পেছনে ফেলে আওয়ামী লীগ সভাপতি ও পাঁচবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় বাংলাদেশ যখন শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে চলছিল, তখন একটি স্বার্থান্বেষী মহল দেশের শান্তি ও শৃঙ্খলা নষ্ট করে হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়ন শুরু করে।

 

তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই বিশ্বাসকে ধারণ করে আওয়ামী লীগ। দেশের প্রতিটি মানুষ আনন্দের সাথে, নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করবে এবং দেশ ও সমাজের শান্তি, সৌহার্দ্য বজায় রেখে বসবাস করবে, এটাই আমাদের বিশ্বাস। দেশের সকল নাগরিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *