শনিবার (৭ সেপ্টেম্বর) দীর্ঘ সাত ঘণ্টা অবরোধের পর ৩৫ বছরের চাকরির বয়সসীমার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রোববার (৮ সেপ্টেম্বর) শাহবাগে আবারও অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন। আন্দোলনের অন্যতম সংগঠক মোশাররফ পাঠান শনিবার রাতে এ তথ্য জানিয়েছেন।
শনিবার দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন, যার ফলে শাহবাগ চত্বরে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করতে যান।
প্রায় এক ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে শাহবাগে ফিরে আন্দোলনের সমন্বয়ক মোশাররফ পাঠান জানান, তারা আসিফ নজরুল স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু তিনি জরুরি কাজে বাইরে ছিলেন। তার ব্যক্তিগত সহকারীর মাধ্যমে জানা গেছে, আগামী সাত থেকে দশ দিনের মধ্যে বৈষম্যহীন কমিশন গঠনের মাধ্যমে চাকরিতে বয়সসীমার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এই আশ্বাস পাওয়ার পর শিক্ষার্থীরা শনিবারের মতো অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। তবে তারা রোববার সকাল থেকে পুনরায় শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।