Headlines

গার্মেন্টস শিল্প সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে: অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিচ্ছে একটি দেশ – বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম

বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে এখান থেকে গার্মেন্টস শিল্প সরিয়ে নিতে একটি দেশ ষড়যন্ত্র করছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হাতেম বলেন, “শ্রীলঙ্কায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে সেখান থেকে গার্মেন্টস শিল্প বাংলাদেশে চলে আসে। এখন বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করে কেউ হয়তো গার্মেন্টস শিল্প নিজের দেশে নিয়ে যেতে চাইছে। আমি সেই দেশের নাম উল্লেখ করলাম না।”

তিনি আরও বলেন, “গতকাল ভারতের একটি পত্রিকায় এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে। তাদের দেশে অনেক অর্ডার যাচ্ছে। তারা মরিয়া হয়ে চেষ্টা করছে। তাই আমাদের সতর্ক হতে হবে।”

তিনি সতর্ক করে বলেন, “বিভিন্ন এলাকায় পোশাক কারখানায় অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। এসব এলাকার শ্রমিক নেতাদের এই সংকটময় সময়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পোশাক খাতে অস্থিরতা না কাটলে শ্রমিক ও দেশ উভয়েই ক্ষতিগ্রস্ত হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *