যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গাজায় চলমান যুদ্ধের অবসান এবং বন্দি মুক্তির জন্য সর্বশেষ প্রচেষ্টাকে ইসরায়েল ও হামাসের জন্য সম্ভাব্য সেরা এবং শেষ সুযোগ বলে সতর্ক করেছেন।
ব্লিনকেন দুই পক্ষকেই এই সুযোগ হাতছাড়া না করার আহ্বান জানিয়েছেন। তবে ব্লিনকেনের ইসরায়েল সফরের দিনেই তেল আবিবে হামাসের আত্মঘাতী বোমা হামলা এবং গাজায় ইসরায়েলের চলমান বোমা হামলার কারণে যুদ্ধবিরতির সম্ভাবনা কম মনে হচ্ছে।
গত সপ্তাহে গাজা যুদ্ধবিরতি নিয়ে কাতারের আলোচনা কোনো সাফল্য ছাড়াই শেষ হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে এ সপ্তাহে আলোচনা আবার শুরু হওয়ার কথা রয়েছে।
ব্লিনকেন সোমবার ইসরায়েল সফরে গিয়ে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের প্রাক্কালে তিনি বলেন, “এটি চূড়ান্ত মুহূর্ত। বন্দি মুক্তি, যুদ্ধবিরতি অর্জন এবং স্থায়ী শান্তি ও নিরাপত্তার পথে অগ্রসর হওয়ার জন্য এটি সম্ভবত সবচেয়ে ভাল ও শেষ সুযোগ।”
ইসরায়েল এবং হামাসের মধ্যে দীর্ঘসময় ধরে আলোচনা চললেও, ইসরায়েল হামাসের সামরিক ও রাজনৈতিক শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলছে, অন্যদিকে হামাস স্থায়ী যুদ্ধবিরতির শর্তেই চুক্তিতে রাজি হতে চায়।