গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা—নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ—এই কমিটির নেতৃত্বে ছিলেন; নাহিদ ছিলেন কেন্দ্রীয় মহাসচিব এবং আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক।
শনিবার (১৪ সেপ্টেম্বর) গণতান্ত্রিক ছাত্রশক্তির অফিসিয়াল পেজে এই ঘোষণা দেয়া হয়।
সংগঠনটির আহ্বায়ক আখতার হোসেন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতাকর্মীরা এই আন্দোলনে অংশগ্রহণ করেন এবং একীভূত হয়ে যান। আন্দোলনের শুরু থেকেই গণতান্ত্রিক ছাত্রশক্তি স্বনামে সক্রিয় ছিল না এবং তাদের ফেসবুক পেজেও কোনো প্রেসরিলিজ প্রকাশ করা হয়নি। দুই উপদেষ্টা সরকারের দায়িত্বে আসার পর ক্যাম্পাসে ছাত্ররাজনীতির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেয়া হয় যে, গণতান্ত্রিক ছাত্রশক্তির কমিটি ভেঙে দেয়া হবে এবং কার্যক্রম স্থগিত থাকবে।
আখতার হোসেন আরও বলেন, ছাত্ররাজনীতির ভবিষ্যৎ প্যাটার্নের ওপর ভিত্তি করে গণতান্ত্রিক ছাত্রশক্তির কার্যক্রম পরিচালিত হবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে। বর্তমানে তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।