Headlines

এমপিওসহ তিন দফা দাবিতে ১৫ অক্টোবর লংমার্চ কর্মসূচি ঘোষণা

1kushtia-teacher

এমপিওভুক্তসহ তিন দফা দাবিতে আগামী ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন। আজ শুক্রবার বেলা ১১টায় ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতারা কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

ফেডারশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নেকবর হোসেন সংবাদ সম্মেলনে বলেন, ৩২ বছর ধরে বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্সের শিক্ষকেরা বৈষম্যের শিকার। বিগত সরকারের আমলে শেখ পরিবারের নামে প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ হলেও সারা দেশে এখনো সাড়ে ৪০০ প্রতিষ্ঠানের সাড়ে ৩ হাজার শিক্ষক মানবেতর জীবন যাপন করছেন। এমপিও না হওয়ায় তাঁরা বেতন–ভাতা পাচ্ছেন না। তাই দ্রুত প্রতিটি কলেজে অনার্স শাখা থেকে পাঁচজন ও মাস্টার্স শাখা থেকে সাতজন শিক্ষককে এমপিও দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *