Headlines

আলুর কেজি ৮০ টাকা ছুঁয়ে ফেলার মধ্যে ঢাকার কিছু বাজারে নতুন আলুর দেখা মিলেছে, যদিও সরবরাহ বেশ কম। এই আলু কিনতে গুনতে হচ্ছে আরও বেশি ১২০ টাকা।

bd12
bd12
bd12

আলুর কেজি ৮০ টাকা ছুঁয়ে ফেলার মধ্যে ঢাকার কিছু বাজারে নতুন আলুর দেখা মিলেছে, যদিও সরবরাহ বেশ কম। এই আলু কিনতে গুনতে হচ্ছে আরও বেশি ১২০ টাকা।এবার বন্যায় আলুর আবাদ পিছিয়ে যাওয়ার তথ্য মিলেছে। এর মধ্যে নতুন আলু কীভাবে এল- সেই প্রশ্নে বিক্রেতারা জানালেন, এগুলো ভারত থেকে আমদানি করা।পুরান আলুর পাইকারি আর খুচরা দরেও পার্থক্য দেখা গেছে তুলনামূলক বেশি। কারওয়ান বাজারে পাইকারিতে বস্তা হিসেবে কিনলে দাম পড়ে ৫৮ টাকার মত, এক কিলোমিটার দূরেই তেজকুনিপাড়া কাঁচা বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকায়।নতুন আলু কারওয়ান বাজারে পাইকারিতে ৮০ টাকা কেজিতে মিললেও তেজকুনিপাড়ায় ক্রেতাদের কিনতে হচ্ছে ১২০ টাকায়।তেজকুনিপাড়া কাঁচা বাজারে মো. আলীর মা পরিচয়ে নারী বিক্রেতা বলেন, “দেশি আলু এক সপ্তাহ ধরে ৭০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা হইছে। এখন দাম সব জায়গাতেই বেশি।”কারওয়ান বাজারের বিক্রমপুর বাণিজ্যালয়ে ৬৪ কেজির এক বস্তা আলু বিক্রি হয়েছে ৩ হাজার ৭০০ টাকায়, এই হিসাবে এক কেজির দর হয় ৫৮ টাকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *