বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, রাউজানের বিভিন্ন এলাকায় আয়নাঘর (গোপন বন্দিশালা) বানিয়ে গত ১৬ বছর ভিন্নমতের মানুষের ওপর অত্যাচার করেছেন সাবেক সংসদ সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী। এ সব আয়নাঘরে মানুষজনকে বেঁধে রেখে দিনের পর দিন তাঁর বাহিনীর সদস্যরা নির্যাতন চালাতেন। অনেকের হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। এমনকি খুনও করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার গহিরায় অবস্থিত নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেন, ‘গহিরা কলেজের পাশেই একটি নতুন ভবনের আন্ডারগ্রাউন্ডে ফজলে করিমের একটি টর্চার সেলের সন্ধান পাওয়া গেছে। সেটির আয়তন অন্তত ৫ হাজার বর্গফুট। কোনো দরজা নেই, একটি গোপন সিঁড়ি আছে শুধু। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ফজলে করিমের বাগানবাড়িতেও ছিল এ ধরনের একটি টর্চার সেল, যাকে আমরা আয়নাঘর বলছি। এসব আয়নাঘরে নির্যাতন করা হয়েছে এমন কয়েক শ মানুষের তালিকাও তৈরি করা হয়েছে।’