Headlines

“আওয়ামী লীগ সরকারের বরাদ্দকৃত প্লট বাতিল, ‘মুজিব’ চরিত্রে অভিনয়কারী আরিফিন শুভর প্লটও বাতিলের সিদ্ধান্ত”

এক টাকার বিনিময়ে ‘মুজিব’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে আরিফিন শুভ কোটি টাকার প্লট পেয়েছেন — এমন গুঞ্জন চলতি বছরের জানুয়ারি থেকে শোনা যাচ্ছিল। জানুয়ারিতে শুভর নামে রাজউক থেকে ১০ কাঠার প্লট বরাদ্দের খবর ছড়িয়ে পড়লে, এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তবে এই আলোচনা কিছুদিন পর থেমে যায় এবং মানুষ অন্য ইস্যুতে মনোযোগ দেয়।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই প্লট প্রসঙ্গ আবার আলোচনায় আসে। এক মাসের মধ্যেই, আজ (৫ সেপ্টেম্বর) জানা গেল, আরিফিন শুভ তার বরাদ্দ পাওয়া প্লটটি হারাতে যাচ্ছেন।

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, শেখ হাসিনা সরকারের বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া সব প্লট বাতিল করা হবে। এর অংশ হিসেবে, আরিফিন শুভকে দেওয়া রাজউকের প্লটটিও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশে আমরা প্লট বাতিলের তালিকা তৈরি করছি। এখন পর্যন্ত কতগুলো প্লট বাতিল হবে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। মূলত যেগুলোর রেজিস্ট্রেশন হয়নি, এমন শতাধিক প্লটের তালিকা প্রস্তুত করা হয়েছে, যা বোর্ড সভায় উপস্থাপন করে বরাদ্দ বাতিল করা হবে।”

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে আরিফিন শুভকে ১০ কাঠার প্লট গত বছরের ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। শুভ সরকার-নির্ধারিত অর্থ জমা দিয়ে একটি চুক্তিপত্র গ্রহণ করলেও তিনি প্লটটির রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেননি।

ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় ‘মুজিব’ চলচ্চিত্রটি মুক্তি পায় ২০২৩ সালের ১৩ অক্টোবর, যেখানে মুজিব চরিত্রে অভিনয়ের জন্য শুভ এক টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।

উল্লেখ্য, শুধু আরিফিন শুভই নন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে অনেক শিল্পীই বিভিন্ন সময়ে এই প্লট ও ফ্ল্যাটের বরাদ্দ পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *