Headlines

আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করলে একই পরিণতি হবে: হাসনাত

bd11
bd11
bd11আওয়ামী লীগের সঙ্গে কোনো দল যদি আঁতাত করতে চায়, তাহলে তাদেরকেও একই পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেছেন, “সব দলকে দালালি পরিহার করে দেশের জন্য কাজ করতে হবে। যে উদ্দেশে জুলাই অভ্যুত্থান হয়েছে, আমরা যেন সেই লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে দূরে সরে না যাই।শনিবার বিকালে কুমিল্লার লাকসাম সরকারি পাইলট হাই স্কুল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই বিপ্লবের বীর সেনানীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের দোসররা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে সতর্ক করে হাসনাত আবদুল্লাহ বলেন, “দেশের এক ইঞ্চির মাটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঠাঁই দেওয়া যাবে না। জুলাই আন্দোলনে শহীদ এবং ১৫ বছরে গুম-খুনের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হবে না।সেইসঙ্গে আগামীতে কোনো সরকার যেন ফ্যাসিস্ট ও তাদের দোসর হিসেবে প্রতিষ্ঠিত হতে না পারে, সেদিকে ছাত্র সমাজকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, কুমিল্লার ছেলেরা মার খেয়ে বসে থাকতে জানে না। আন্দোলনের সময় কুমিল্লার ছাত্রদের সাহসিকতা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছিল। কুমিল্লাবাসীর প্রত্যাশা কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক বলেন, “বাঙালি জাতি যখনি কোনো ক্রান্তিলগ্নে গিয়ে দাঁড়ায়, তখনি ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে তাদের জবাব দিয়েছে। জুলাই বিপ্লব ছাত্রদের ত্যাগের বিনিময় হিসেবে সকলকে শিক্ষা ও সিদ্ধান্ত নিতে হবে যে, রাষ্ট্র সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *