বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ৫ কোটি টাকা সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, চলমান বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনী ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান বলেন, “একটি দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে দেশের মানুষের বিপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ব্র্যাক পরিবারের অংশ হিসেবে আমরা সবসময় যেকোনো দুর্যোগে বাংলাদেশের মানুষের পাশে থাকি। আমাদের এই সহায়তা সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।”
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “এই অর্থ সহায়তা দেশের মানুষের দুর্যোগ মোকাবেলায় আমাদের প্রতিশ্রুতির প্রমাণ। আমরা আশাবাদী, এই সহায়তা বন্যায় ক্ষতিগ্রস্তদের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।