Headlines

বন্যাকবলিত মানুষের জন্য ৫ হাজার প্যাকেট খাবার স্যালাইন তৈরি করছে শাবিপ্রবির শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের শিক্ষার্থীরা বন্যাকবলিত এলাকার মানুষের জন্য ৫ হাজার প্যাকেট খাবার স্যালাইন তৈরির উদ্যোগ নিয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার প্যাকেট স্যালাইন ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) সকালে সিইপি বিভাগের শিক্ষার্থী আহম্মেদ সাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে শাবিপ্রবি শিক্ষার্থীরা ফেনীর সদর হাসপাতাল, সোনাগাজী, ছাগলনাইয়া এবং কুমিল্লার মনোহরগঞ্জে ত্রাণ বিতরণ করেছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, প্যারাসিটামল, এমব্রক্স, এমোডিস, স্যাভলন ক্রিম, স্যাকলো, বিভাগের তৈরি স্যালাইন, খেজুর, বিস্কুট, মুড়ি এবং দুধের প্যাকেট। প্রায় ৩০০ পরিবারকে এ ত্রাণসামগ্রী সরবরাহ করা হয়েছে।

এ উদ্যোগ সফল করতে সিইপি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সিইপি ফ্র্যাটারনিটি এবং সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার অব এআইসিএইচই একসঙ্গে কাজ করছে। এ কার্যক্রমে বিভাগের শিক্ষক, সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা সম্মিলিতভাবে অংশগ্রহণ করছে। বিভাগের পক্ষ থেকে বন্যার্তদের পাশে দাঁড়াতে সব সামর্থ্যবান ব্যক্তিকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *