পিএফএ বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন কোল পালমার, যিনি চেলসির হয়ে শিরোপা জয় করতে চান। স্টামফোর্ড ব্রিজের এই উইঙ্গার ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দেন।
মঙ্গলবার পিএফএ অ্যাওয়ার্ড ডিনারে বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের ঘোষণা করা হয়। গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন, আর পালমার পেয়েছেন সেরা তরুণ ফুটবলারের স্বীকৃতি।
পালমার গত মৌসুমে সিটি ছেড়ে চেলসিতে যোগ দেন এবং প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচে ২২ গোল করার পাশাপাশি সব প্রতিযোগিতায় ২৭ গোল করেন এবং ১৫টি গোলে সহায়তা করেন। তিনি জাতীয় দলের হয়ে ইউরো ফাইনালে একটি দারুণ গোল করেছিলেন।
নিজের অর্জনকে অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করে, পালমার গত মৌসুমে মোবাইল ওয়ালপেপারে বর্ষসেরা ফুটবলারের ট্রফি রেখেছিলেন। তবে তিনি জানান, চেলসির হয়ে শিরোপা জেতা তার মূল লক্ষ্য।
“গত মৌসুমটি আমার জন্য ব্যক্তিগতভাবে চমৎকার ছিল। এখন আমি চেলসির হয়ে শিরোপা জিততে চাই। শিরোপা জিতলেই ব্যক্তিগত পুরস্কারগুলোর আসল মুল্য অনুভব হয়,” বলেন পালমার।
বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জেতা চেলসির তৃতীয় ফুটবলার হিসেবে তালিকায় নাম লেখালেন পালমার। এর আগে স্কট পার্কার এবং এদেন আজার এ পুরস্কার পেয়েছিলেন। সম্প্রতি চেলসির সঙ্গে চুক্তির মেয়াদ ২০৩৩ সাল পর্যন্ত বাড়িয়েছেন পালমার।