খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের ১৫ ব্যাচের সাবেক শিক্ষার্থী সাবেকুন নাহার পপি (২৮) হত্যার প্রতিবাদ এবং খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. আনিসুর রহমান, সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের অধ্যাপক মো. সানাউল ইসলাম, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আয়মান আহাদ।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতা-কর্মীরা, যেমন সমন্বয়ক সাজ্জাদুল ইসলাম আজাদ।
বক্তারা বলেন, সাবেকুন নাহার পপিকে তার স্বামী ও শাশুড়ি মিলে শারীরিক নির্যাতন করে হত্যা করেছে। তার সাড়ে পাঁচ বছরের একটি মেয়ে আছে। অভিযোগ করা হয়, ঘুমের মধ্যে পপির হাতের আঙুল ভেঙে দেওয়া হয়, সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল, এবং গলা টিপে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। তার অপরাধ ছিল একটি মেয়ে সন্তান জন্ম দেওয়া এবং অসুস্থ থাকা। শ্বশুরবাড়ির লোকেরা এই কারণে তাকে দোষারোপ করত এবং যৌতুকের জন্য তাকে বারবার নির্যাতন করত। পুলিশি তদন্তে পপির শাশুড়ি স্বীকার করেছেন যে তিনি একাই তাকে হত্যা করেছেন, তবে এতে পরিবারের অন্য সদস্যদেরও সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। বক্তারা পপির খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।