উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বেড়ে চলেছে। সম্ভাব্য ক্ষতি এড়াতে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট পাঁচ ফুট করে খুলে দিয়ে সেকেন্ডে ৯৭ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে।
সোমবার (২ সেপ্টেম্বর) রাতে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সোমবার সন্ধ্যা থেকে রাঙামাটিতে ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি উজানের পাহাড়ি ঢল নামায় কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। পানি বাড়ায় জেলার লংগদু, রাঙামাটি সদর এবং নানিয়ারচর উপজেলার নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
জানমালের ক্ষতি এড়াতে সোমবার রাত ১০টা থেকে বাঁধের জলকপাটগুলো পাঁচ ফুট করে খুলে দেওয়া হয়েছে, যার ফলে প্রতি সেকেন্ডে ৯৭ হাজার কিউসেক পানি হ্রদ থেকে ছাড়া হচ্ছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের তথ্যমতে, কাপ্তাই হ্রদে বর্তমানে ১০৮ দশমিক ৭৫ ফুট মিনস সি লেভেল (MSL) লেভেলে পানি রয়েছে, যা দিয়ে প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি ইউনিটে ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে।
গত ২৪ আগস্ট কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র থেকে একটি জরুরি নোটিশে জানানো হয় যে, ২৫ আগস্ট সকাল ৮টা ১০ মিনিট থেকে বাঁধ দিয়ে পানি ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে। ভাটি অঞ্চলের বাসিন্দাদের আগেই এ বিষয়ে সতর্ক করা হয়েছিল।