ইলিশের ভরা মৌসুমেও রূপসা মাছ বাজারে দাম আকাশচুম্বী, যা ক্রেতাদের হতাশ করছে। ভারতের ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও সিন্ডিকেটের কারণে জাতীয় মাছ ইলিশ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ইলিশ কিনতে না পেরে হতাশ খুলনার খান জাহান আলী রোডের বাসিন্দা জাহিদুর রাহমান আক্ষেপ করে বলেন, ইলিশ পাচারের সিন্ডিকেট ভাঙতে হবে এবং হিমাগারগুলোতে নিয়মিত অভিযান চালানো হলে দাম সহনীয় পর্যায়ে আসবে।
কেসিসি সন্ধ্যা বাজারের ক্রেতা মো. হেলাল হোসেন জানান, অসাধু জেলেরা সাগর থেকে ইলিশ ধরে ভারতীয় জেলেদের কাছে বিক্রি করে দিচ্ছে এবং মজুদদাররা ইলিশ সংরক্ষণ করছে, যার ফলে ভরা মৌসুমেও ইলিশের দাম বেশি। সাধারণ মানুষ ইলিশ কিনে খেতে পারছে না, ফলে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
শেখ হাসিনা সরকারের আমলে ভারতে ইলিশ রপ্তানির কথা বলে ব্যবসায়ীরা দাম বাড়ানোর অজুহাত দিতেন, কিন্তু অন্তর্বর্তী সরকার ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে, তবুও কেন দাম কমছে না, তা নিয়ে সাধারণ ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।
খুলনার বাজারে ইলিশের দাম এখনও আকাশচুম্বী। বাজারে ইলিশের সরবরাহ বেশি থাকলেও এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০-২০০০ টাকায়, ১ কেজি ওজনের ইলিশ ১৭০০-১৮০০ টাকা, এবং ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১৩০০-১৪০০ টাকা।
বিভিন্ন সূত্রে জানা গেছে, নদী ও সাগরে প্রচুর ইলিশ ধরা পড়লেও পাচারের কারণে দেশের বাজারে ইলিশের সরবরাহ কম, যা দাম বৃদ্ধির প্রধান কারণ। ইলিশের দামে স্মরণকালের সর্বোচ্চ রেকর্ড তৈরি হয়েছে, এবং দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চোরাই পথে ভারতে ইলিশ পাচারের অভিযোগও উঠেছে, যা দাম বাড়ানোর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।