আনসারদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) বেলা আড়াইটার দিকে তাকে ঢামেক থেকে সিএমএইচে নেওয়া হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান তাকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার সময় জানান, “এখানে অনেক ভিড় হচ্ছে, আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। হাসনাত আব্দুল্লাহর বিশ্রামের প্রয়োজন, তাই তাকে আরও ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। এরপর রিলিজ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এর আগে, রবিবার (২৫ আগস্ট) সচিবালয়ের বাইরে আনসারদের সঙ্গে সংঘর্ষে আহত হন হাসনাত আব্দুল্লাহ। তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।